ডি-নথিতে পত্রের হেডিং-এ ডান শিরোনামে লোগো যুক্ত করার জন্য নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুন-
এডমিন আইডি থেকে ডি-নথিতে লগইন করুন
সেটিংস -> পত্র -> পত্রজারি হেডিং সংশোধন অপশনে ক্লিক করুন
উক্ত পেজের ‘প্রিভিউ প্যানেল’ বা ‘হেডিং সেটিং প্যানেল’ থেকে ‘ডান শিরোনাম’ অংশে ‘শুধু ছবি’-তে চেকবক্সে ক্লিক করুন
উক্ত পেজের বামপাশে প্রদর্শিত ‘ডান শিরোনাম” অংশে ক্লিক করুন
উক্ত পেজের ‘প্রিভিউ প্যানেল’ বা ‘হেডিং সেটিং প্যানেল’ থেকে ‘ছবি বাছাই করুন’ অপশনে ক্লিক করে লোগোটি বাছাই করুন
রিসাইজ বক্সটি ছোট/বড় করে লোগোটি সেট করুন
‘যুক্ত করুন’ অপশনে ক্লিক করুন
‘পত্রজারি হেডিং সংশোধন’ অপশনে ক্লিক করলেই আপনার লোগোটি সেট হয়ে যাবে।
📢 গুরুত্বপূর্ণ ঘোষণা: ডি-নথি সিস্টেমে ডিজিটাল নথি নম্বর আপডেট
সম্মানিত ডি-নথি ব্যবহারকারী,
✅ আপনার নথি নম্বর আপডেট নিশ্চিত করতে:
1️⃣ নিজ আইডিতে লগইন করুন।
2️⃣ আগত নথি বা সকল নথি থেকে যেকোনো একটি নথি খুলুন।
3️⃣ নোটের বিস্তারিত (Details) দেখুন এবং তারপর
নথি তালিকায় ফিরে যান।
4️⃣ দেখবেন, সংশ্লিষ্ট নথির নম্বর ১৮ ডিজিট থেকে ২২ ডিজিটে পরিবর্তিত
হয়েছে।
আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।
✨ নথি টিম ✨
সম্মানিত নথি ব্যবহারকারীগণ নথির সাপোর্ট
ইমেইল পরিবর্তন করা হয়েছে। এখন থেকে নথির
সাপোর্ট সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য support@nothi.gov.bd
ইমেইলে মেইল পাঠানোর জন্য সবিনয় অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে-নথি টিম।