বিডিসিসিএল ডাটাসেন্টার এর কারিগরি সমস্যাজনিত কারনে নথি সিস্টেমে লগইন এবং
পত্রজারি সংক্রান্ত সমস্যা হতে পারে। সাময়িক অসুবিধার জন্য আমরা
আন্তরিকভাবে দুঃখিত।
📢 গুরুত্বপূর্ণ ঘোষণা: ডি-নথি সিস্টেমে ডিজিটাল নথি নম্বর আপডেট
সম্মানিত ডি-নথি ব্যবহারকারী,
✅ আপনার নথি নম্বর আপডেট নিশ্চিত করতে:
1️⃣ নিজ আইডিতে লগইন করুন।
2️⃣ আগত নথি বা সকল নথি থেকে যেকোনো একটি নথি খুলুন।
3️⃣ নোটের বিস্তারিত (Details) দেখুন এবং তারপর
নথি তালিকায় ফিরে যান।
4️⃣ দেখবেন, সংশ্লিষ্ট নথির নম্বর ১৮ ডিজিট থেকে ২২ ডিজিটে পরিবর্তিত
হয়েছে।
আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।
✨ নথি টিম ✨
সম্মানিত নথি ব্যবহারকারীগণ নথির সাপোর্ট
ইমেইল পরিবর্তন করা হয়েছে। এখন থেকে নথির
সাপোর্ট সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য support@nothi.gov.bd
ইমেইলে মেইল পাঠানোর জন্য সবিনয় অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে-নথি টিম।